১৫ জানুয়ারি, ২০২৩ ১৬:২৮
ভোলা

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

ভোলা প্রতিনিধি


ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

ভোলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সোহেল (২৬) ও মো. শাওন (২০)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রাম। আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সোহেল ও শাওন দুই ভাই মোটরসাইকেলযোগে ভোলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই কাকড়া ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এরা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। এদিকে ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তবে ট্রলির চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। 

ভোল থানার ওসি মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর