জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার আকন্দপাড়ার মফিজুল প্রামানিকের ছেলে চক্রের মূলহোতা আব্দুল আলীম, কালাই পূর্বপাড়ার মৃত আলতাব মোল্লার ছেলে জহুরুল ইসলাম ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টি পাথরের মূর্তির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় মূর্তি পাচার হচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তিসহ ৩জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত