১৬ জানুয়ারি, ২০২৩ ১৭:৪০

শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শরীয়তপুর সদর উপজেলায় অসহায় ও শীতার্ত পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিলের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলার চন্দ্রপুরের নিজ বাড়িতে এসব কম্বল বিতরণ করেন তিনি। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেদী জামিল বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। সেই দলের একজন কর্মী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর