বগুড়ায় শূন্য হওয়া দুই আসনের উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সোমবার বেলা ১১টায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে এ প্রতীক তুলে দেন।
বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন। এর মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
লাঙ্গল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর, মশাল প্রতীকে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক ইমদাদ, মাছ প্রতীকে গণফ্রন্টের মো. আফজাল হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. নজরুল ইসলাম ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক নির্বাচন করছেন। এ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আপেল প্রতীক পেয়েছেন মাছুদুর রহমান হেলাল। আর মো. আব্দুল মান্নান পেয়েছেন ট্রাক প্রতীক।
এছাড়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে লড়বেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. তাজ উদ্দীন মণ্ডল ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. আব্দুর রশিদ সরদার। এই আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান সিদ্দিকী জুয়েল পেয়েছেন কুড়াল প্রতীক।
প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগ ঘোষণা আসে। পরদিন বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে জমা দেন পদত্যাগপত্র। এই সাত সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের। বাকি ছয়টি আসনে হচ্ছে উপ-নির্বাচন।
ঘোষিত তফসীল অনুযায়ী শূন্য হওয়া আসনগুলোয় নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
এর আগে বগুড়ার শূন্য হওয়া দুই আসনে মোট ২২ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। ৮ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ১১ প্রার্থীর নাম বাতিল করা হয়। পরে আপিল করায় ১৫ জানুয়ারি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দুইজনের মনোনয়ন বৈধতা দেয় নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১ ফেব্রুয়ারি বগুড়ার দুই আসনে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই