বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বৈকালীন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রম ও পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে। সোমবার চিকিৎসা সেবা কার্যক্রম ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।
টিএমএসএস ক্যান্সার হাসপাতালের কনফারেন্স রুমে আকতার মিতুলী ট্রাস্টের মুখ্য ট্রাস্টি ও (রোটারি ক্লাব অব ঢাকা) একেএস রোটা. মিতুলী মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অত্র অঞ্চলের নিম্ন আয়ের জনবল, গ্রামীণ জনপদের অধিবাসী, কর্মজীবী ও জরুরি প্রয়োজনে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বৈকালীন চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও প্যাথলজি সুবিধা এই উদ্যোগের ফলে দ্রুত পাওয়া যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার, টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, বগুড়ার সিভিল সার্জন ডা. মোহম্মদ শফিউল আযম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, টিএমএসএস হার্ট সেন্টারের পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মজিবর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. জামিলুর রহমান, সূচনা বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান। অনুষ্ঠানে বগুড়ার সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধী মহল, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই