ঢাকার ধামরাইয়ে বিএনপির ২২০ জনের নামে ধামরাই থানার এস আই নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
সোমবার বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ৯ নেতাকর্মীকে ওই মামলা গ্রেফতার দেখিয়ে প্রতিজনকে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছেন।
এদিকে, মামলার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা শীতের রাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৌর এলাকার আইনঙ্গন মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে আটজন বিএনপির নেতাকর্মীকে আটক করে। এক পর্যায় তাদের ছাড়িয়ে নিতে উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর পুলিশ তমিজ উদ্দিনকেও আটক করে।
এ ঘটনায় রাতেই ধামরাই থানার এসআই নজরুল ইসলাম বাদি হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ১৭০ জনের নাম অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।
এ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই, বিএনপি নেতা মিখাইল, আবুল হোসেন, লাবলু মিয়া, শরিফুল ইসলাম, মর্তুজ মিয়া ও আহম্মেদ আলীকে ৫ দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠান পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন