বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে দুপুরে শহরের সরাকরী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলীপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিয় সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্যা, রুকুসুর সাবেক ভিপি কাউসার আকন্দ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা