ঝালকাঠিতে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কাঠালিয়া পুলিশ। এছাড়াও একই উপজেলার দক্ষিন চেচরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজহান হাওলাদার (৪০) হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মোঃ সরোয়ার হোসেন (৪০) কে পুলিশ ঢাকার গিলগাও ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঝালকাঠি জেলা সুপারের কার্যালয় মঙ্গলবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১৭ জানুয়ারি কাঠালিয়া থানা পুলিশ আমুয়া তুষার চত্বরে চেকপোষ্ট পরিচালনাকালে পাথরঘাটাগামী পরিবহনের যাত্রী শুভ হাওলাদারকে (২০) ২ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। শুভ হাওলাদার মঠবারিয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
অপরদিকে কাঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজহান হাওলাদারকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ২০২২সালের ২৯মার্চ ৩ আসামীকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। রায়ে ফাঁসির দন্ডাপ্রাপ্ত আসামী সরোয়ার হোসেন পালাতক থাকায় গত শনিবার ভোর রাতে কাঠালিয়াথানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে তাকে ঢাকার গিলগাও থানার ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম