নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় ৬ গুড় ব্যবসায়ীকে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিনভর গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, বুধবার (১৮ জানুয়ারি) গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি বিশেষ দল। এসময় ৬ গুড় ব্যবসায়ীকে মোট ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জরিমানা করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় বলেও জানায় র্যাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন