বরিশালের আগৈলঝাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আহত ভ্যান চালক সুমন বালার (৩৫) মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়ার রথ বাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা মিনতী বালা জানান, গত বুধবার দুপুরে একটি প্রাইভেটকারের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমন বালা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, সুমন বালার মৃত্যুর বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ