বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এতে করে রেজিস্ট্রার কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ সকাল ১০টা থেকে এই অবস্থান নেন ভুক্তভোগী ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের (একাংশের) বিক্ষুব্ধ শিক্ষকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকাল ৫টা) অবস্থান চালিয়ে যান তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন দাবীর প্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষকরা অবস্থান নেন। তবে আমার দিক থেকে তাদের আশ্বস্ত করেছি। তাদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে ৫ সদস্যের একটি পুন:তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রফেসর ড. সুকুমার রায়কে প্রধান করে ওই পুন:তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ১১ জানুয়ারি এক শিক্ষকের কক্ষে ঢুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের নেতৃত্বে এক পরিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় তিন শিক্ষক ছাত্রলীগ সভাপতির হাতে প্রহৃত হবার অভিযোগ তুলেন।
রেজিষ্ট্রার কার্যালয়ে অবস্থান নেয়া গণতান্ত্রিক শিক্ষক ফোরামের (একাংশের) সাধারন সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম বলেন, শিক্ষক প্রহৃত হবার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছিলেন ভিসি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে রেজিষ্ট্রার কক্ষে আমরা অবস্থান নিয়েছি। বর্তমানে রেজিষ্ট্রার কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এএ