নওগাঁর অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শুক্রবার কালের কণ্ঠের শুভসংঘের আয়োজনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় নওগাঁ সদরে মোট ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
নওগাঁ পিটিআই স্কুল মাঠে শুক্রবার সকাল ৮টায় চারশ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সকাল ৯টার পর নওগাঁ হাইস্কুল মাঠে কম্বল বিতরণ করা হয় একশ’ মানুষের মাঝে।
হাতে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে বৃদ্ধা শেফালী বিবি বলেন, ‘ইংক্যা শীতোত অ্যাতে (রাতে) ঘুম হোছলো নারে বা। খালি ক্যাঁপোছিনু। ঘরোত গরম জেকনা (যতটুকু) কাপড় আছে ওগলা দিয়্যা শীত যাছে না। বসুন্ধরার এই কোম্বোলোত এ্যাকন উসুম পাবোহিনি।’
কম্বল নিতে এসেছিলেন বৃদ্ধা সাধনা সাহা। কম্বল পেয়ে তিনি খুশি হয়ে বলেন, ‘শীতোত শরীলের কাঁপন থামোছে না। হামাকের বুড়্যা ম্যানষের শীত অ্যানা (একটু) বেশী। কতো ঝনের (জনের) কাছোত অ্যাডা কম্বল চানু কেউ দ্যায়নিকো। আর বসুন্ধরার কম্বল হ্যামাক বাড়িত থিনি ড্যাকে অ্যানে দিলো। বসুন্ধরা গ্রুপের কম্বল হামার খুব উপকার হোবে। বসুন্ধরার মালিক ভাল থাকুক।’
নওগাঁ পিটিআই স্কুল মাঠে উপস্থিত ছিলেন, নওগাঁ পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, ‘বসুন্ধরার মত দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ নওগাঁর অসহায় দরিদ্র্য শীতার্ত মানুষগুলোর জন্য শীত নিবারণে কম্বল উপহার দেওয়ায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে তাদের ব্যবসায়িক সফলতা কামনা করছি। আশা করছি আগামীতেও মানুষের কল্যাণে তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবেন। এটি নিঃসন্দেহে মানবিক ও প্রসংশনীয় উদ্যোগ।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আকরামুল ইসলামসহ শুভসংঘ’র বন্ধুরা।
বিডি প্রতিদিন/নাজমুল