৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের আওতাধীন খাগড়াছড়ি পার্বত্য জেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলা প্রাঙ্গনে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও জেসমিন আক্তার, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও অ্যাডভোকেট আশুতোষ চাকমা।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদফতরের অধীনে ২৭ কাঠা জায়গার উপর ১৫ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদ নির্মাণ করা হবে।
বিডি প্রতিদিন/কালাম