গোপালগঞ্জে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার গোপালগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের সহযোগিতায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব এরোমা ঢাকা আয়োজিত এই কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও আয়োজক সংগঠন এরোমার সভাপতি আসমা সিদ্দিকা মিলি।
এই কর্মশালায় বিশেষ পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন,ডা. নাদিরা খানম, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিগার সুলতানা, রোটারি ক্লাবের সদস্য এ্যাড. আব্দুল মান্নান মিয়া, প্রকৌশলী মামুন মিয়া, নুর উদ্দিন পাটোয়ারী, সৈয়দ সেলিম সাজ্জাদ বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা পুলিশে কর্মরত নারী সদস্য , বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও নারী উদ্যোক্তরা অংশ নেন।
বিডি প্রতিদিন/নাজমুল