গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় সরকারি রাস্তা নির্মাণের বাধা দেওয়ার প্রতিবাদে শুক্রবার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
এলাকাবাসীর অভিযোগ ওই রাস্তার নির্মাণে বাধা প্রদান করেন স্থানীয় সাবেক মেম্বার বাদল মিয়াসহ কিছু লোকজন। রাস্তা নির্মাণের দাবিতে ওই এলাকার আঞ্চলিক সড়কের বিক্ষোভ মিছিল করেছেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার শরিফ আল মামুন আবু, কোরবান আলী, দেলোয়ার হোসেন, আজহার মিয়া, আলিমুদ্দিন, সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, ওই রাস্তা নির্মাণ নির্মাণ হলে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারবে। তাই তারা সরকারের কাছে রাস্তা নির্মাণের দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল