২০ জানুয়ারি, ২০২৩ ২২:০১

এনআইডিতে নাম বদলিয়েও রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামির

ফুলপুর প্রতিনিধি

এনআইডিতে নাম বদলিয়েও রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামির

জাতীয় পরিচয়পত্রে নাম বদলিয়েও রক্ষা পেলেন না সাজাপ্রাপ্ত আসামি শিরাজ (৩৮)। ১৪ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামিকে ১৭ বছর পলাতক থাকার পর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহর হতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে মৌলভীবাজার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম  তাকে আটক করে। 

শিরাজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। তাকে আটকের কৌশলসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তিনি ফুলপুর থানা হেফাজতে রয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২০ জানুয়ারি) তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর