উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর প্রচণ্ড শীত ও কুয়াশা রয়েছে অব্যাহত। আর শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তীব্র শীতে জেলার বিভিন্ন এলাকায় বোরো বীজতলাসহ সরিষার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
তারা বলছেন, এমন আবহাওয়া থাকলে ক্ষতির সম্মুখীন হতে হবে। আর কৃষি বিভাগ বলছে, দেয়া হচ্ছে পরামর্শ। ঠাকুরগাঁওয়ে অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা, ঝরে পড়ছে সরিষার ফুল। তীব্র ঠাণ্ডায় জমিতে কাজ করতে কষ্ট পোহাতে হচ্ছে কৃষকদের। অনেকে আবার বোরো ধানের বীজতলায় পলিথিন দিয়ে ঢেকে কিংবা নানা রকমের কীটনাশক স্প্রে করেও তেমন কোনও সুফল পাচ্ছেন না।
অতিরিক্ত কুয়াশার কারণে সরিষার ফুল ঝরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে বোরো ধানের বীজতলা লালচে রং হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫৯১ হেক্টর জমিতে বোরো বীজতলা আবাদ হয়েছে। আর ১৫ হাজার ৯২৩ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে।
সদর উপজেলার সালান্দর, নারগুনসহ বিভিন্ন এলাকার কৃষকেরা বলেন, বেশ কিছুদিন ধরেই ঘন কুয়াশার কারণে বোরোর বিজতলা লালচে রং হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে সরিষার ফুলও ঝরে যাচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ এমনটি জানালেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবির।
বিডি-প্রতিদিন/শফিক