লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের নাম মো. আজিম হোসেন (১৭)। আহত দুইজন হলো মো. রানা ও রিয়াজ হোসেন। এর মধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম বন্ধুদের সঙ্গে বিকেলে দুটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। সেখান থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আজিমের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো ট্রাক ও চালককে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ