চাঁদপুরে ছয় বছর বয়সী শিশু নাবিল হোসেন ইমনকে অপরণের পর হত্যার দায়ে পলাতক আসামি শাহজালাল হোসেন সোহাগকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজালাল ফরিদগঞ্জ উপজেলার খড়গাদিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মেকারের ছেলে। ২০১৩ সালের ১ অক্টোবর শিশু নাবিল অপহরণের ঘটনায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা মিজানুর রহমান। পরে দীর্ঘ তদন্তে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম