উত্তরের হিমালয়ান সমতল ভূমির জেলা পঞ্চগড়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সোমবার কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহায়তায় একহাজার কম্বল বিতরণ করা হয়।
সকালে সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, দুপুরে তেঁতুলিয়া উপজেলার ডিমাগজ গ্রামে এবং খয়খাট পাড়া এলাকায় খয়খাট পাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ, বিকেলে আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এই কম্বল বিতরণ করা হয়। এসময় দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমান, শুভসংঘের পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজিবসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে খুশি এই এলাকার মানুষ। তারা বলছেন এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরার কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন তারা। তেঁতুলিয়া উপজেলার ডাক্তার পাড়া গ্রামের নজিবুল হক (৬৮) বলেন, 'মোক এই বার কাহ কম্বল দেয়নি। খুব কষ্ট পাছিনু। রাইতত একখান ঝাঁকায় ঘুম হয় না। বসুন্ধরার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ উমহার ভালো করুক।'
বিডি প্রতিদিন/হিমেল