যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় প্রাণ গেল শাকিল আহমেদ (২৭) নামের এক যুবকের।
নেত্রকোনা শহরের তেরিবাজার এলাকায় সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। শাকিল আহমেদ নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এবং স্বজনরা জানায়, সোমবার সকালে বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন শাকিল।
পারলা আন্তঃজেল বাস টার্মিনাল থেকে বাড়ির পথে নেত্রকোনা শহরের তেরিবাজার সিলেট বেকারির সামনে মোটরসাইকেলযোগে পৌঁছলে ঢাকাগামী বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিচ্ছিলেন।
এসময় সড়কের পাশেই থাকা বিদ্যুৎ এর খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। পুলিশের এস আই মো আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল