টাঙ্গাইলের সখীপুরে বনের জমি থেকে মাটি কাটার অপরাধে একটি ভেকু জব্দ করেছে বন বিভাগ। সোমবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের পালের বাইদ এলাকা থেকে এটি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা।
স্থানীয় বন কর্মকর্তা জানান, বনের জমি থেকে একটি চক্র ভেকু দিয়ে মাটি কাটে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় রেঞ্জ কর্মকর্তা। বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে ভেকুর লোকজন পালিয়ে যায়। এ সময় ভেকুটি ঘটনাস্থল থেকে বহেড়াতৈল রেঞ্জের এমএম চালা বিট অফিসে নিয়ে আসা হয়।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান বলেন, অবৈধভাবে বনের জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভেকু জব্ধ করা হয়েছে। এখনো কোনো লোকজন পাওয়া যায় নাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই