ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিঠুন চন্দ্র সাহা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রাজীবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিঠুন চন্দ্র সাহা ওই গ্রামেরই মৃত হরেন্দ চন্দ্র সাহার সন্তান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান পীরজাদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মিঠুন প্রায় ৫ বছর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে। রবিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেনি। পরে সকালে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তবে কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই