নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই ইয়াউর রহমান তাদেরকে গ্রেফতার করেন।গ্রেফতার ছিনতাইকারীরা হলো- জাকির (৪৫), মাসুম (২৮) ও মনির (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, বাদী আজাদ হোসেন (৩৩) মোবাইল ব্যবসায়ী। তার কাছে পাওনা টাকা নিতে তার বাসায় আসেন আ. রশিদ নামের আরেক ব্যবসায়ী৷ বাদী পাওনাদারকে ৭ লাখ ৩৪ হাজার টাকা বুঝিয়ে দেওয়ার পর তাকে এগিয়ে দেওয়ার জন্য আনুমানিক রাত ১১ টা ৪৫ মিনিটে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য মিজমিজি বাতানপাড়া কবরস্থান রোডের জয়নাল মার্কেটের মোড়ে যান। ওই সময় মামলায় উল্লেখকৃত আসামিসহ অজ্ঞাত ৩-৪ জন ভুক্তভোগীর গাড়ির গতিরোধ করেন। পরে তাকে বেদম মারধর করে তাদের সঙ্গে থাকা ৭ লাখ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে থানা পুলিশের টহলে থাকা টিম এবং স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করতে সক্ষম হলেও চতুর্থ আসামি রহমানের ছেলে রাজুসহ (৩০) কয়েকজন পালিয়ে যান। আসামি জাকিরের প্যান্টের পকেট থেকে ২ লাখ এবং মাসুমের জ্যাকেট থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল