ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ২ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ সভাপতি এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে অবস্থিত ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় কলেজ প্রাঙ্গণে দুই সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রণয় কান্তি লস্কর, চতুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ।
কম্বল বিতরণকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. দিলীপ রায় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায়। আওয়ামী লীগের আমলে একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, শীতে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন