ভাঙ্গায় টোল প্লাজায় পিকআপের ধাক্কায় প্রাইভেট কারের এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গার বগাইল টোলপ্লাজায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেট কারের যাত্রীর নাম মহিউদ্দিন আল আজাদী (৪৯)। তিনি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ির দামপড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রাইভেট কারটি পদ্মা সেতুর টোল পরিশোধের জন্য বগাইল টেলপ্লাজার সামনে অপেক্ষা করছিল। ওই সময় পিছনের দিকে থেকে একটি পিকআপটিকে ধাক্কা দিলে ওই পিকআপের আরোহী মহিউদ্দিণ আল আজাদী ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর ইসলাম বলেন, ওই সময় খুব কুয়াশা ছিল। দুই হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। তিনি বলেন, মৃওতের পরিবারের আবেদনে বিনা ময়না তদন্তে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। তিনি বলেনর, পিক আপের চালক ও হেলপারের পাশাপাশি প্রাইভেট কারের চালকও পালিয়ে গেছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ