পাহাড়ে শীত জেঁকে বসেছে। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় প্রচন্ড শীত পড়ছে। দুর্গম পাহাড়ের পল্লীগ্রামে লোকজন দিনে রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন।
ঠাণ্ডা হওয়ায় এখানে বিশেষ করে শিশু ও বয়ো-বৃদ্ধরা ঠাণ্ডাবাহী রোগে আক্রান্ত হচ্ছে বেশী। জেলা সদর হাসপাতালসহ প্রত্যোকটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়ছেই।
সিভিল সার্জন ডা. সাবের আহমেদ জানান, ঠাণ্ডা বেশী পড়ায় এখানে হাসপাতালগুলোতে ঠাণ্ডাবাহী রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। শিশুরা মারাও যাচ্ছে। শীত জেঁকে বসায় এখানকার ভাসমান গরম কাপড়ের দোকান গুলোতে ভিড় বেড়েছে খুব বেশি। দোকানীরাও দেদারছে কাপড় বিক্রি করছে। দূর পাহাড়ের লোকজন শীত কষ্টে আছে।
বিডি প্রতিদিন/হিমেল