নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় সেতুর ওপর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর থেকে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর পথচারীরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাত ৮টার দিকে সিধলী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় পাঠায়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, লাশের পরনে লুঙ্গি এবং গায়ে গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ৭০ হবে। লাশটি ময়নাতদন্তের জন্য বুধবার (২৫ জানুয়ারি) সকালে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও এই লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই পুলিশ ইউনিটের সদস্যরা কাজ করছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ