মাত্র ৯ হাজার টাকা মূল্যের ৩০ বস্তা ভুট্টার জন্য ট্রাকচালক ও হেলপারকে খুনের সাড়ে ৪ বছর পর দুই খুনিকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জানুয়ারি রাত ঢাকার দোহার এলাকা থেকে খুনি আব্দুল কাদের ওরফে ড্রাইভার বাবু (২৭) এবং অপর খুনি হানিফ ইসলাম ওরফে শুকরানাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলার ফতেপুর গ্রামের ড্রাইভার আল-আমিন ও হেলপার সোহেল ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে লালমনিটরহাট থেকে নরসিংদী রওয়ানা দেয়। কিন্তু সময় মতো না পৌছালে ট্রাকের মালিক কোম্পানীর সাথে যোগাযোগ করে ১ অক্টোবর জানতে পারে ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মুলিবাড়ী এলাকার আশপাশে রয়েছে। পরে বঙ্গবন্ধু থানা পুলিশ মুলিবাড়ী রাস্তার ধারে ট্রাকটি শনাক্ত করে এবং পুলিশ ট্রাকের সম্মুখ ভাগ খুলে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে।
ঘটনায় ট্রাক চালকের ভাই আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
একইদিন ২০১৮ সালের ১ অক্টোবর পিবিআই মামলাটির দায়িত্বভার গ্রহণ করে। প্রথমে পিবিআইয়ের উপ-পরিদর্শক রওশন আলী তদন্ত প্রযুক্তি ব্যবহার করে রংপুর জেলার সরদারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে রফিকুল ইসলামকে আসামি হিসেবে আটক করে। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর রওশন আলী বদলী হলে মামলাটির দায়িত্বভার গ্রহণ করেন পিবিআই পরিদর্শক সোহেল রানা।
মামলার রহস্য উদঘাটনে ও পলাতক দুজনকে গ্রেফতারে সোর্স নিয়োগ করে। অবশেষে ৪ বছর ৪ মাস পর গত ২০ জানুয়ারি রংপুর জেলা সদরের বাসিন্দা মালেক মিয়ার ছেলে আব্দুল কাদের ওরফে ড্রাইভার বাবুকে (২৭) ঢাকার দোহার এলাকা থেকে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্যমতে, অপর আসামি রংপুর জেলার কাজীর হাট থানার উত্তম বাওয়াইপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে হানিফ ইসলাম ওরফে শুকরানাকে রংপুর মেট্রাে পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম