২৬ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৯

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে চান মিয়া (২১) নামে এক অটোরিক্সা (সিএনজি) চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক চান মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে। 

জানা যায়, সকালে চান মিয়া তার সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে সে দৌলতপুর ব্রীজের কাছাকাছি পৌছামাত্র অজ্ঞাতনামা একটি গাড়ি তার সিএনজিটিকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চান মিয়ার। চান মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর