হবিগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীরা সরস্বতী পূজা উৎযাপন করেছে। পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে হিন্দু ধর্মাবলম্বীরা। শহরের বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গনে পূজা উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ ছাড়া গীতা পাঠের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
প্রথমে দেবীর অর্চনার মধ্যদিয়ে পূজা শুরু হয়। শিক্ষার্থী-শিক্ষকসহ হিন্দু ধর্মাবলম্বীরা এতে অংশগ্রহন করেন। এছাড়াও জেলা ৯টি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০টি স্থানে এই পূজার আয়োজনা করা হয়।
বিডি প্রতিদিন/এএ