সরস্বতী পূজা উপলক্ষে চুয়াডাঙ্গা বড়বাজার পূজামন্ডপসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতি বছরের মতো বড়বাজার পুজামন্ডপ এবং তার পাশপাশের হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে আগে থেকেই শহরের শেখপাড়া, মাস্টারপাড়া এলাকা রঙিন সাজে সাজানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজার কাজ শুরু হয়। পরে প্রসাদ বিতরণ ও অন্যান্য আনুুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধর্মীয় আয়োজনের প্রথম দিন অতিবাহিত হয়।
চুয়াডাঙ্গা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু জানান, চুয়াডাঙ্গার বড়বাজার পূজামন্ডপ ছাড়াও জেলার চার উপজেলার পূজামন্ডপ এবং কিছু স্থানে ব্যক্তি উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এবার জেলায় শতাধিক পূজামন্ডপ তৈরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ