রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘আলোকবর্তিকা’ গ্রন্থাগার নামে একটি বইয়ের কর্নার উদ্বোধন করা হয়েছে। ৫০০ বই নিয়ে যাত্রা শুরু করা গ্রন্থাগারটি সমাজে জ্ঞানের আলো ছড়াবে প্রত্যাশা উদ্যোক্তাদের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার কক্ষে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থান থেকে আগত অতিথিরা এই কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বক্তারা বলেন, মানব জীবনের আধুনিক সভ্যতায় গ্রন্থাগারের ভূমিকা রয়েছে। মানুষ পৃথবীর শ্রেষ্ঠ জীব। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সকল জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের পাতায়। একমাত্র বই সমাজের আলোকবর্তিকা হিসাবে কাজ করে। একটি বিদ্যালয়ের লাইব্রেরীতে ৫০০ বইয়ের ভাণ্ডার অনেক বড় ব্যাপার। রাজবাড়ী হেল্পলাইন সত্যিকার অর্থেই ভাল কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়া সুফল মাহমুদ, হেল্পলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন ডা. সুমন হুসাইন, সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল রনি মামুন, সম্পাদক আফরোজা মিথুন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল