দিনাজপুরের বিরলে মৌমাছির কামড়ে আব্দুল জলিল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল জলিল বিরলের ধর্মপুর ইউপির কমলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার বিকালে বিরলের ধর্মপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে মৌচাকে মধু সংগ্রহ করতে গেলে মৌমাছির কামড়ে সে ওপর থেকে নিচে পড়ে যায় এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পড়ে গিয়ে সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম