গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের সরকারি সাড়ে এগারো হাজার বই চুরির ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডলসহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। রবিবার দুপুরে সুন্দরগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মিছিল বের করা হয়।
সুন্দরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিক্ষোভ মিছির বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে মিছিলটি শেষ হয়। চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বই চুরির ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মণ্ডলকে দায়ী করে তার ছবি সম্বলিত পোস্টার ঝাড়ু দিয়ে পিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ সচেতন নাগরিক সমাজের সভাপতি মাসুদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, জাসদ নেতা মুসলিম আলী, ওয়ার্কার্স পার্টির নেতা বীরেন সরকার মিন্টু প্রমুখ।
অভিযোগের বিষয়ে শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সুন্দরগঞ্জ থেকে পাচার করা ট্রাকভর্তি সরকারি বই যমুনা সেতুর পশ্চিম থানা পুলিশ আটক করে। ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির এসব বই বিনামূল্যে বিতরণের জন্য মজুদ ছিল। এঘটনায় পরদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ভার দেয়া হয় ডিবি পুশিকে।
বিডি প্রতিদিন/হিমেল