মুন্সীগঞ্জে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চলের আধারা দারুস সুন্নাহ্ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চলে এই চিকিৎসা সেবা।
আধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী রহমত আলী মোল্লার ২য় মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ অ্যাজমা ও ফুসফুস রোগ, বাত ও জয়েন্ট ব্যাথা, চর্ম ও শিশু বিশেষজ্ঞ ও জেনারেল প্রাক্টিশনাদের মাধ্যমে সহস্রাধিক নারী, শিশু ও পুরুষ রোগীদের এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এইচ. আর. নাহিদ এর নেতৃত্বে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ এই চিকিৎসা সেবা প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল