৩০ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৩

সখীপুরে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে সাইবার অপরাধ প্রতিরোধে 
করণীয় বিষয়ক প্রশিক্ষণ

টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ে, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রশিক্ষণের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

কিশোর কিশোরীদের সচেতন থাকার পরামর্শ দিয়ে বক্তৃতা করেন,উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবকসহ কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর