৩০ জানুয়ারি, ২০২৩ ১৭:২২

ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

বগুড়ায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে যাত্রী শহিদুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১০ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার সন্ধ্যায় কাহালু উপজেলার কালিয়া পুকুর এলাকায় দুর্ঘটনা ঘটে। 

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৫২)। সে কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে। রবিবার সন্ধ্যার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ট্রাকটি সিএনজির মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা শহিদুল নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর