টাঙ্গাইলে কথিত জিনের বাদশাসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
গত ২৫ জানুয়ারি র্যাব-১৪ এবং র্যাব-৮ এর এক যৌথ অভিযানে কথিত জিনের বাদশা ও তার সহযোগীকে ভোলার বোরহান উদ্দিন থানার চকঢোষ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-একই জেলার চকঢোষ গ্রামের আবুল কাশেম মাতব্বরের ছেলে মো. আকবর আলী ও জলিল মাতব্বরের ছেলে মো. মিরাজ হোসন।র্যাব-১৪ এর ৩ নম্বর সিপিসি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে জানান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথিত জিনের বাদশা আকবর আলী। ধর্মীয় নানা প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে সাত লাখ টাকার বেশি হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা প্রতারক চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/এমআই