চাঁদপুর জেলা এডাব’র আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
তিনি বলেন, আজকের সেমিনারটি যুগোপযোগী। নিজেদের অধিকার নিয়ে সচেতন হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজের অধিকারের প্রতি সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
এডাবের সহ-সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, এডাবের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান, সদর সহকারী সমাজসেবা অফিসার মো. সফিকুর রহমান প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন এডাবের কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মিলন। এসময় সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই