৩১ জানুয়ারি, ২০২৩ ১৬:১৩

ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মো. জুয়েল (৫০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় শহরের গোদারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কালাঞ্জ গ্রামের মৃত মো. কছিমদ্দীনের ছেলে। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান, মঙ্গলবার সকালে অটোরিকশায় করে জুয়েল বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ-বগুড়া মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকায় পেছন দিক থেকে অজ্ঞাত এক ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এসময় স্থানীয়রা জুয়লকে উদ্ধার করে শজিমেক হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত ওই ট্রাক আটক করা সম্ভব হয়নি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর