পটুয়াখালীর গলাচিপার চরকাজলে কিশোরী স্বপ্না হত্যার রেশ না কাটতেই ফের ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত বশির হাওলাদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে চরকাজল তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার রাতে উপজেলার বড় চরকাজল পুরাতন মঙ্গলবাড়িয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বশির ওই এলাকার মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বশিরকে একমাত্র আসামি করে গলাচিপা থানায় মামলা করেন। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন ফার্নিচারের দোকান পরিবর্তন কাজে ভিকটিমের পরিবারের সকলে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার দিকে ভিকটিমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে ভিকটিম বাসায় আসলে তার চেহারার পরিবর্তন দেখে জিজ্ঞাসা করলে ঘটনাটি তার মাকে খুলে বলে।পরে ভিকটিমের পরিবারের লোকজন স্থানীয় সবুজের স’মিলের সামনে থেকে অভিযুক্ত বশিরকে ধরে উত্তম-মাধ্যম দেন। খবর পেয়ে চরকাজল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বশিরকে আটক এবং ভিকটিমের বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার বশির হাওলাদারকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই