৩১ জানুয়ারি, ২০২৩ ২২:১৮

বগুড়া ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক কারাগারে

সাইদুল ইসলাম এবং নূরে আলম সিদ্দিকী রিগ্যান

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

পুলিশের ওপর ককটেল হামলার মামলায় মঙ্গলবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের আবেদন নামঞ্জুর করেন। 

বগুড়া পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, সাইদুল ও রিগ্যানকে দুপুর ১টার দিকে কারাগারে পাঠানো হয়। 

মামলার নথি ঘেঁটে দেখা গেছে, শহরের নবাববাড়ী এলাকায় ২০২২ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করা হয়। এরপর গভীর রাতে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর ওসমান গণী বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তাতে বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকেও আসামি করা হয়। 

সাইদুল এবং নূরে আলম সিদ্দিকীর আইনজীবী সৈয়দ জহুরুল ইসলাম জানান, তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সকালে তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর