১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৩৪
চাঁপাইনবাবগঞ্জ-৩ উপ-নির্বাচন

আপেল ও নৌকা সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আপেল ও নৌকা সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে শহরের ৬ নং ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল এবং আপেলের নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বুধবার পৌর শহরের ৬ নং ওয়ার্ডে দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভোটগ্রহণের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদের সমর্থকদের সাথে আপেল প্রতীকের সামিউল হক লিটনের প্রার্থীর সমর্থকদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

এ সময় ওই কেন্দ্রের গেটের সামনে থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে ভোটগ্রহণে ওই বিচ্ছিন্ন ঘটনা কোন প্রভাব ফেলতে পারেনি বলে জানান প্রিজাইডিং অফিসার শহীদুজ্জামান। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর