চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে শহরের ৬ নং ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেল এবং আপেলের নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
বুধবার পৌর শহরের ৬ নং ওয়ার্ডে দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোটগ্রহণের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদের সমর্থকদের সাথে আপেল প্রতীকের সামিউল হক লিটনের প্রার্থীর সমর্থকদের হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।এ সময় ওই কেন্দ্রের গেটের সামনে থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে ভোটগ্রহণে ওই বিচ্ছিন্ন ঘটনা কোন প্রভাব ফেলতে পারেনি বলে জানান প্রিজাইডিং অফিসার শহীদুজ্জামান।
বিডি-প্রতিদিন/বাজিত