২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৪

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে দুইজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে দুইজনের প্রাণহানি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ট্রাকের হেলপার এবং অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে ভ্যানচালক মিলন মিয়া (২৪)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ত্রিশাল উপজেলার বৈলর বাজারসংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে আরেকটি ভ্যানগাড়ির ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই চলন্ত ট্রাকের হেলপার ও ভ্যানচালক মিলন মিয়া মারা যান এবং আরও তিনজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর