৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫৫

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

মুক্তিযুদ্ধের সময়ে পাকহানাদারদের নৃশংসতা, দেশাত্ববোধক গান ফুটে উঠলো শিক্ষার্থীদের ডিসপ্লেতে। আগামীর সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে শিশু কিশোরদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে আয়োজন করে বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়া। শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে মুগ্ধ কয়েক হাজার অভিভাবক ও দর্শক। 

প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা পৃথকভাবে বেশ কয়েকটি দেশাত্ববোধক গানে অংশগ্রহণ করে। সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহা: আব্দুর রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী ময়দুর রহমান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক  জিয়াউর রহমান, নাসরিন আকতার, সাইফুল আলম, আতাউর রহমান, সাইফুল ইসলাম, প্রভাষক আব্দুল হান্নান, প্রদর্শক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক সনজিদা খানম, আরিফুর রহমান, রাশেদুল ইসলাম, জামিনুর রহমান, মোফাজ্জল হোসেন, নুরুল হক প্রমুখ। শেষে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল ইসলাম ও বিশ্বরূপ রায়।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর