শিরোনাম
৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০২

কালিয়াকৈরে মাছ ধরার উৎসব

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে মাছ ধরার উৎসব

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় বুইড়ার বিলে মাছ ধরার উৎসব হয়েছে। 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার গাবতলী এলাকায় বুইড়ার বিলে উপজেলার বিভিন্ন স্থান থেকে মৌসুমী জেলে ও সৌখিন মাছ শিকারিরা মাছ ধরার জন্য  ছুটে আসে। স্থানীয়রা মাছ শিকারে মেতে ওঠে। বিলের পানি একেবারে কমে যাওয়াই লোকজন একাত্র হয়ে মাছ ধরেন। ডিজিটাল যোগাযোগের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ভোরে দূরদূরান্ত হতে শত শত গাড়ি বহল পেতে শত শত সৌখিন মাছ শিকারে দলবেঁধে মাছ ধরার উপকরণ পলো, ধর্মজাল, চাবি, ঠেলাজাল, ঢোলনা জাল, ঝাঁকি জাল, টেটা, নিয়ে বিল বাইচে দলবেঁধে হাজির হন। বড়দের পাশাপাশি শিশুরাও ও মেয়েরাও মাছ ধরার উৎসবে মেতে ওঠে। ভোর হতে বিকাল পর্যন্ত এই উৎসবে মেতে ওঠে মাছ ধরা। বিল বাইচে মাছ শিকারিরা মাছ ধরে অনেক খুশি। 

মাছ শিকারি হামেদ মিয়া জানান, বিল বাইচের কথা শুনলে মাছ ধরতে না আসলে ভালো লাগে না, তাই অটোরিকশা ভাড়া করে ৮ জন মিলে মাছ শিকার করতে আসছি। এই বুইড়ার বিলে অনেক মাছ ধরেছি । 
মাছ শিকারি হান্নান জানান, বুইড়ার বিলে প্রচুর মাছ তাই এসেছি এসে দেখি সব প্রজাতির মাছ এখানে আছে, রুই, কাতল, মৃগেল, বাঘাইর, শোল টাকি, মাছ শিকার হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিলের পানি কমে যাওয়ায় সৌখিন মাছ শিকারীরা একত্র হয়ে মাছ ধরতে আসেন। মাছ ধরে তারা আনন্দ বোধ করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর