শিরোনাম
৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০৯

বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম (৩০) নামে রংমিস্ত্রি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বিরামপুর শহরের ইসলাম পাড়া নামক স্থানে একজনের বাসা বাড়িতে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত শাহিনুর ইসলাম বিরামপুর মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান আলীর ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রি।

নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানা যায়, শাহিনুর ইসলাম বিরামপুর শহরের ইসলাম পাড়ায় একটি বাড়ীতে রং করার সময় সেখানে বিদ্যুৎ ও ক্যাবল অপরেটরের একাধিক তার থাকায় সে বুঝতে না পাড়ায় এ ঘটনাটি ঘটে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিনুর ইসলামের লাশটি উদ্ধার করা হয়।  পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর