পটুয়াখালীর কলাপাড়ায় ৭২০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার রাতে শেরে বাংলা নৌ-ঘাঁটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় একটি ট্রলার আটক করা হয়। তবে ট্রলারটিতে কোন লোক ছিল না। শনিবার দুপুরে উদ্ধারকৃত ডিজেল কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, কোষ্টগার্ড সদস্যরা রামনাবাদ চ্যানেলের শেরে বাংলা নৌঘাঁটি থেকে পরিত্যক্ত অবস্থায় ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে তেল পাচারকারী চক্রের সদস্যরা জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম