৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:১৮

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা উন্নয়ন করতে ভালোবাসেন : ডেপুটি স্পিকার

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব, তিনি উন্নয়ন করতে ভালোবাসেন। পাবনার উন্নয়নে তিনি সবসময় আমাদের পাশে আছেন।’

আজ শনিবার দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হলে সুধী সমাজের প্রতিনিধি আয়োজিত ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, করোনা সংকট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও দেশ ও পাবনার মানুষ এগিয়ে যাচ্ছে। পাবনাকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক সবার মতামতের গুরুত্ব আছে। কাউকে বাদ দিয়েই পাবনার উন্নয়ন সম্ভব নয়। আর উন্নয়নের জন‌্য সবাইকে লেগে থাকতে হবে। হোঁচট খেলেও হতাশ হওয়া যাবে না। দেশের উন্নয়ন হচ্ছে, পাবনার উন্নয়ন হচ্ছে। ইছামতিরও কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুহ. শাহাবুদ্দিন চুপ্পুর উপস্থিতিতে সভায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর